ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুমেক ল্যাবে ২০০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১৭ জুলাই ২০২১

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে নতুন করে আরও ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৬৫ শতাংশ।

শুক্রবার (১৬ জুলাই) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খুমেকের পিসিআর মেশিনে ৬৩২টি নমুনা পরীক্ষায় ২০০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে খুলনার ৪৬১টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ৩০ জন, সাতক্ষীরার একজন, যশোরের ১৪ জন, নড়াইলের দুইজন, পিরোজপুরের দুই জন, ঢাকার একজন ও বরিশালের একজন রয়েছে।

আলমগীর হান্নান/আরএইচ/এমএস