ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনা বিভাগে করোনায় আরও ৩২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০২:২৪ পিএম, ১৬ জুলাই ২০২১

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ ভাইরাসটি শনাক্ত হয়েছে এক হাজার ৪৯৭ জনের শরীরে।

শুক্রবার (১৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ জুলাই) বিভাগে ৪৭ জনের মৃত্যু ও এক হাজার ৬৩৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। এদিকে বিভাগে অদৃশ্য এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৫০ হাজার মানুষ।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে খুলনায় জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় সাতজন, যশোর ও মেহেরপুরে চারজন করে, নড়াইলে তিনজন, বাগেরহাটে ও ঝিনাইদহে দুইজন করে এবং চুয়াডাঙ্গা একজন মারা গেছেন।

সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৯ হাজার ৫৩৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৮০৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার ৭১১ জন।

আলমগীর হান্নান/আরএইচ/জিকেএস