ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীতে করোনা উপসর্গে বিএনপি নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ১১:০০ পিএম, ১৪ জুলাই ২০২১

 

পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জহুরুল ইসলাম খান (৬০) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বুধবার (১৪ জুলাই) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত জহুরুল ইসলাম খান মুলাডুলি ইউনিয়নের মুলাডুলি গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইছাহক আলী খানের ছেলে।

মুলাডুলি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মৃতের পরিবার জানায়, জহুরুল ইসলাম খান বেশ কিছুদিন ধরে ঠান্ডা-জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুলাডুলি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম জানান, জহুরুল ইসলাম খান অত্যন্ত সদালাপী ও সজ্জন ব্যক্তি ছিলেন। মৃত্যৃকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আমিন ইসলাম/এসআর