টাঙ্গাইলে করোনা ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু
টাঙ্গাইলে করোনা ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।
বুধবার (১৪ জুলাই) দুপুরে তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় জেলায় ৫৯২ জনের নমুনা পরীক্ষায় ২০৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৬২ শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৯০ জন। মোট কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৫৯৪ জন।
এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯১১জন। সুস্থ হয়েছেন ৫৭২৩ জন। মারা গেছেন ১৭৩ জন।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম