ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহ বিভাগে একদিনে করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৪৮৪

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৪ জুলাই ২০২১

ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একইসময় বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৮৪ জনের। শনাক্তের হার ২৭ দশমিক ৪৮ শতাংশ।

বুধবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, করোনায় ময়মনসিংহে চারজন, নেত্রকোনায় তিনজন ও জামালপুরে একজন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের ময়মনসিংহে ১ হাজার ৫৮ জনের নমুনা পরীক্ষায় ২৮৩ জন, নেত্রকোনায় ২১৫ জনের নমুনায় ৮০ জন, শেরপুরে ১৭৪ জনের নমুনায় ৬৭ জন ও জামালপুরে ৩১৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, বিভাগে মোট করোনা আক্রান্ত ১৯ হাজার ১০৮ জন। এদের মধ্যে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৬৪ জন।

মঞ্জুরুল ইসলাম/এসএমএম/এমকেএইচ