ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আশুলিয়ায় ১৪ মামলার আসামিসহ পাঁচ গরু চোর আটক

সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৯:২১ এএম, ১৪ জুলাই ২০২১

সাভারের আশুলিয়ায় চুরি হওয়া দুই গরুসহ পাঁচ চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় আশুলিয়ার সিকাদর বাঘ কাঠগড়া ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বগুড়া জেলার কাহলু থানার আরোলা গ্রামের রমজান আলীর ছেলে আলী আজম (৩০), একই জেলার সদর থানার কাঠনাল পাড়ার আব্দুল কাদেরের ছেলে মকুল শেখ (৪৫), একই জেলার সাজাহানপুর থানার শাহাপাড়া গ্রামের মৃত নুর হোসেন মিয়ার ছেলে শাকিল হাসান (২০), একই জেলার নন্দী গ্রাম থানার শহরপুড়ী গ্রামের আহাদ আলীর ছেলে আব্দুল মজিদ (৩৮) ও আশুলিয়ার ধলপুর এলাকার ইমান আলী শেখের ছেলে সমেজ শেখ (৪০)। তারা সবাই আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার বিভিন্ন বাসায় ভাড়া থাকতেন। এদের ভেতর আব্দুল মজিদ ও আলী আজমের বিরুদ্ধে চুরিসহ ১৪টি মামলা রয়েছে৷

jagonews24

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার সিকদার বাঘ কাঠগড়ায় ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া দুই গরুসহ তাদেরকে আটক করা হয়েছে। একইসঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে৷

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন উর রশিদ বলেন, কিছুদিন আগে আশুলিয়ার বাগবাড়ি, আরাগাঁও থেকে গরু চুরি হয়। সেই তথ্যের পরিপ্রেক্ষিতে আটক চোরদের ভেতর একজনের ওপর আমরা নজর রাখি। মঙ্গলবার সন্ধ্যায় সেই গরুগুলো দেখতে পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সংঘবদ্ধ চোর চক্র। এদের ভেতর আব্দুল মজিদ ও আলী আজমের বিরুদ্ধে চুরিসহ ১৪টি মামলা রয়েছে।’

আল-মামুন/এসজে/এমকেএইচ