ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় শ্রেষ্ঠ জয়িতা রত্মগর্ভা মাকে সম্মাননা প্রদান

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

পাবনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ জয়িতা রত্মগর্ভা মা বেগম রোকেয়া মাজেদা খাতুনকে জয়িতা পুরস্কার স্বরূপ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার দুপুরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিতা রত্মগর্ভা মা বেগম রোকেয়া মাজেদা খাতুনের হাতে এই সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন। এছাড়াও আরও আটজন জয়িতা নির্বাচিত নারীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এ সময় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্সী মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালমা খাতুন, সদর উপজেলা নির্বাহী অফিসার রায়হানা ইসলাম, মহিলাবিষয়ক অধিদফতরের কর্মকর্তা জোবায়দা খাতুন, জেলা তথ্য অফিসার মঞ্জুর-ই-মওলা, মহিলা পরিষদ সভানেত্রী অ্যাডভোকেট কামরুন নাহার জলি, নারী নেত্রী পূরবী মৈত্র উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে আরও যাদের জয়িতা পুরস্কার প্রদান করা হয় তারা হলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মেয়ে ঈশ্বরদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহজাবিন শিরীন প্রিয়া, আনিসা খাতুন মিষ্টি, নাফিরা আক্তার টুম্পা, কল্পনা আক্তার পারভীন, মলিনা আক্তার, শরিফা খাতুন, সুফিয়া বেগম ও আসমা খাতুন।

আয়োজকরা জানান, শ্রেষ্ঠ জয়িতাদের মধ্যে শ্রেষ্ঠ মা অর্জনকারী নারী বেগম রোকেয়া মাজেদা খাতুন সাত ছেলে ও চার মেয়ে সন্তানের জননী। ছেলে সন্তানগুলো পর্যায়ক্রমে বার্ডেম হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ড. খাজা নাজিম উদ্দিন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা রফিকুল ইসলাম, কানাডা প্রবাসী ইঞ্জিনিয়ার ড. খাজা আব্দুল লতিফ, আমেরিকা প্রবাসী প্রফেসর ড. খাজা গুলজার হোসেন, লন্ডন প্রবাসী সিএ খাজা নজরুল ইসলাম, ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের অ্যাসিসটেন্ট সেলস ম্যানেজার খাজা নাসির উদ্দিন, কানাডা প্রবাসী অর্থনীতিবিদ খাজা বশির উদ্দিন, মেয়ে নূর জাহান বেগম, আমেরিকা প্রবাসী রাষ্ট্রবিদ মমতাজ বেগম, নুর উন নাহার ও সেলিনা নাহার।

একে জামান/বিএ

আরও পড়ুন