ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে বিশ্ব ইজতেমার আঞ্চলিক পর্ব শুরু

প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

বরিশালে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার আঞ্চলিক পর্ব বা জেলা ইজতেমা। ইজতেমায় অংশ নিতে এরইমধ্যে বিভিন্ন স্থান থেকে মুসুল্লিরা দলে দলে ইজতেমা ময়দান নগরীর নবগ্রাম রোড ২৩ নম্বর ওয়ার্ডের সরদার পাড়ায় আসতে শুরু করেছেন।

বুধবার সন্ধ্যায় নজীবের বয়ানের মধ্যদিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হলেও আগামীকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর বয়ানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে জেলা ইজতেমা। শনিবার সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ইজতেমা।

সকাল থেকে বরিশাল জেলার বিভিন্ন স্থান থেকে মুসুল্লিরা ইজতেমা ময়দানে সমবেত হচ্ছেন। সবাই মহান আল্লাহকে রাজি-খুশি করার জন্যই ইজতেমা ময়দানে আসার কথা জানিয়েছেন।

প্রায় ৫০ হাজার মুসুল্লি একত্রে শোবার এবং দেড় থেকে দুই লাখ মুসুল্লির একত্রে বয়ান শোনার ব্যবস্থা রয়েছে এখানে। এছাড়া পাঁচ হাজার লোক একত্রে অজু ও গোসল করতে পারবেন। প্রায় ১০ একর জমিতে এই ইজতেমার আয়োজন করা হয়েছে।

বরিশাল জেলা বিশ্ব ইজতেমার অন্যতম মুরুব্বি মাঠ জিম্মাদার মো. হা’মীম জানান, বরিশাল জেলা ইজতেমা হলেও আশপাশের জেলার অনেক মুসুল্লিরা ইজতেমায় অংশ নিচ্ছেন। ইজতেমায় ইন্দোনেশিয়া, ইয়েমেন, সিরিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে ৪৫ জন বিদেশি মেহমান ইতোমধ্যে উপস্থিত হয়েছেন।

বুধবার ইজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, ইজতেমার মুল প্যান্ডেল ১০ একর জমির ওপর হলেও আরও কয়েক একর জমিজুড়ে মুসুল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে মুসুল্লিরা দলে দলে আসতে শুরু করেছেন।

ইজতেমা মাঠের চারপাশের সড়ক ঘিরে শত শত অস্থায়ী দোকান ঘর স্থাপন করা হয়েছে। ইজতেমায় আগতদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে নির্মিত হয়েছে একাধিক তোরণ। টানানো হয়েছে শত শত ব্যানার।

সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন ও বর্জ্য অপসারণের ব্যবস্থা করা হয়েছে। ইজতেমার নিরাপত্তায় যাবতীয় ব্যবস্থা নিয়েছে র‌্যাব ও পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর) মো. হাবিবুর রহমান খান ও র‌্যাব-৮ কর্মকর্তা এএসপি মো. জসিম উদ্দিন জানান, ইজতেমা ময়দানে কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপনসহ তিন স্তর বিশিষ্ট সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য, ঢাকার টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় মুসুল্লিদের চাপ কমাতে এবার দেশের ৩২ জেলার মুসুল্লিদের জন্য ১৫টি জেলায় জেলা ইজতেমা আয়োজনের উদ্যোগ নিয়েছে তাবলিগ জামাতের মুরুব্বিরা। যার মধ্যে বরিশাল অন্যতম।

সাইফ আমীন/বিএ