ফেনীতে করোনা ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
ফেনী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। একজন করোনায় ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
মঙ্গলবার (১৩ জুলাই) ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মৃতদের মধ্যে ফেনী সদরের তিনজন, সোনাগাজীর দুইজন ও পাশের কুমিল্লার জেলার চৌদ্দগ্রামের একজন।
হাসপাতাল সূত্র জানায়, করোনায় আক্রান্ত হয়ে সোনাগাজী উপজেলার বাসিন্দা আবদুল হক মারা যান। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যান, ফেনী শহরের একাডেমী বনানীপাড়ার সামছুল হক, সদর উপজেলার মধ্যম শিবপুর এলাকার বাসিন্দা কামাল উদ্দিন, একই উপজেলার ফরহাদনগর ইউনিয়নের কে এম হাট এলাকার ছকিনা বেগম, সোনাগাজী উপজেলার তাকিয়া বাজার এলাকার ছালেহ উদ্দিন। অন্যজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
ডা. আবুল খায়ের মিয়াজী আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ১২২ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনা পজিটিভ ২৮ জন ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৯৪ জন। মোট রোগীর মধ্যে অক্সিজেন সেবা পাচ্ছেন ১০৫ জন। আইসিইউ ইউনিটের ১০ শয্যার সবকটিতে রোগী রয়েছেন।
নুরউল্লাহ কায়সার/আরএইচ/জিকেএস