ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশাল বিভাগে একদিনে সর্বোচ্চ শনাক্ত ৮৭৯

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৩ জুলাই ২০২১

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৭৯ শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে ঝালকাঠিতে শতভাগ করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরচিালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় ১ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে একদিনে বিভাগে ৮৭৯ জনের করোনা শনাক্তের রেকর্ড নেই। সেদিক দিয়ে বিভাগে একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। অন্যদিকে বিভাগের ৬ জেলার মধ্যে ঝালকাঠি জেলায় শনাক্তের হার সর্বোচ্চ। এ জেলায় ১০৭টি নমুনা পরীক্ষা করে ১০৭ জনেরই রিপোর্ট পজেটিভ এসেছে। শনাক্তের হার ১০০ শতাংশ।

তিনি আরও জানান, বরিশাল জেলায় ৯৯৯টি নমুনা পরীক্ষায় ৪৯২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৯ দশমিক ২৫ শতাংশ। বরগুনায় ১৫৯টি নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ৫৪ শতাংশ। পিরোজপুরে ২৫২টি নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৫১ শতাংশ। পটুয়াখালীতে ২৩১টি নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩ দশমিক ০৬ শতাংশ। এছাড়া ভোলা জেলায় ১০৭টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৮৪ শতাংশ।’

সাইফ আমীন/এসজে/এমকেএইচ