খুলনা বিভাগে করোনায় আরও ৪৮ জনের প্রাণহানি
খুলনা বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা আগের দিনের মত থাকলেও শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৫৮৮ জনের।
মঙ্গলবার (১৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য খুলনার ১৪ জন, বাগেরহাটের একজন, যশোরের ১০ জন, নড়াইলের তিনজন, ঝিনাইদহের পাঁচজন, কুষ্টিয়ার ৯ জন ও চুয়াডাঙ্গার দুজন ও মেহেরপুরের তিনজন মারা গেছেন।
আলমগীর হান্নান/এসজে/এমকেএইচ