ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টেন্ডার ছাড়াই পৌর পার্কের গাছ কাটার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ১১:৩৯ এএম, ১৩ জুলাই ২০২১

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার পার্কের ইউক্যালিপটাস গাছ টেন্ডার ছাড়াই কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কাউন্সিলর মিজানুর রহমান মিতুর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকাবাসী প্রতিবাদ জানালেও তিনি গাছ কাটা বন্ধ রাখেননি।

সোমবার (১২ জুলাই) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্কে প্রবেশ করলে তিনজন শ্রমিক গাছ কাটার কাজ রেখে চলে যান। পৌর পার্কের ২২টি ইউক্যালিপটাস গাছ কাটা হয়েছে। এ সময় অভিযুক্ত পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিতুকে পাওয়া যায়নি।

 

jagonews24

স্থানীয় বাসিন্দা রবিউল হোসেন বলেন, ‘গত কয়েকদিন ধরে পৌর পার্কের দু-তিনটি করে গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে। পরে রাস্তায় বিদ্যুতের লাইনের খুঁটির জন্য গাছগুলো কাটা হচ্ছে বলে জেনেছি।’

পৌর পার্ক এলাকার বাসিন্দা সাব্বির হোসেন বলেন, ‘পৌর পার্কের এতগুলো গাছ কেন কাটল বুঝলাম না। আমাদের এলাকার কয়েকজন প্রতিবাদ জানালেও কাউন্সিলর গাছ কাটা বন্ধ করেননি।’

এ বিষয়ে জানতে পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিতুর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়। এমনকি সাংবাদিক পরিচয়ে খুদে বার্তা পাঠানো হলেও কোন উত্তর পাওয়া যায়নি।

 

jagonews24

এ ব্যাপারে নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবীর চৌধুরী বলেন, ‘নজিপুর পৌর পার্কের গাছ কাটার বিষয়ে অবগত নই। সরকারি জমিতে পৌরসভার উদ্যোগে গাছগুলো লাগানো হয়েছিল। কিন্তু ওই গাছ সরকারের অনুমতি বা টেন্ডার ছাড়া কাটার কোন অধিকার নেই। বিষয়টি আমি অবশ্যই গুরুত্ব দিয়ে খতিয়ে দেখব।’

পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার বলেন, ‘গাছ কাটার বিষয়টি জানার পর খোঁজ নেয়ার জন্য লোক পাঠিয়েছি। যদি গাছগুলো সরকারি জায়গায় থাকে তাহলে গাছ কাটার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আব্বাস আলী/এসজে/এএসএম