বরখাস্ত হলেন আড়ানীর সেই পৌর মেয়র
রাজশাহীর বাঘার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১২ জুলাই) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল জলিল।
তিনি বলেন, ‘ক্রিমিনাল অফেন্সের আইন অনুযায়ী, কারো বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হলে বা গ্রেফতার হলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হবে। এ আইন অনুযায়ীই সোমবার মেয়র মুক্তারকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।’
তিনি আরও বলেন, সোমবার দুপুরে এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ফারুক হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে বরখাস্তের কথা জানানো হয়। স্থানীয় সরকারের বিধিবিধান অনুসারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’
এদিকে প্রজ্ঞাপনে বলা হয়, ৭ জুলাই রাজশাহীর বাঘা উপজেলাধীন আড়ানী পৌর মেয়র মো. মুক্তার আলীর বিরুদ্ধে বাঘা থানায় মামলা করা হয়েছে। এ অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ জুলাই) আড়ানী পৌর বাজারে এক কলেজশিক্ষককে মারধর করেন মেয়র মুক্তার। এ নিয়ে ওইদিন রাতেই ভুক্তভোগী শিক্ষক মামলা করেন। পরে রাতে ৩টার দিকে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ৯৪ লাখ টাকা, সই করা চেক, আগ্নেয়াস্ত্র ও মাদক জব্দ করে। আটক করা হয় তার স্ত্রী ও দুই ভাতিজাকে।
পরে শুক্রবার (৯ জুলাই) ভোরে পাবনার পাকশি এলাকা থেকে মুক্তার আলী ও তার শ্যালককে গ্রেফতার করা হয়। এরপর মেয়রের বাড়িতে অভিযান চালানো হলে সেখানে আবারও মেলে এক লাখ ৩২ হাজার টাকা। এছাড়া জব্দ করা হয় দেশীয় অস্ত্র ও মাদক। অতঃপর তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ফয়সাল আহমেদ/এসএমএম/জিকেএস