ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আশুলিয়ায় গোপন বৈঠক থেকে জামায়াতের ১২ নেতাকর্মী আটক

প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

সাভারের আশুলিয়ায় একটি স্কুলে অভিযান চালিয়ে গোপন বৈঠকের সময় জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকাল ৩টার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকার নুরজাহান ফাউন্ডেশন স্কুল থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আশুলিয়া ও আশপাশের এলাকায় নাশকতা চালাতে ওই স্কুলে জামায়াতের নেতাকর্মীরা বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে স্কুলের একটি কক্ষ থেকে বৈঠক চলাকালীন জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে শতাধিক জিহাদী বই পাওয়া যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন কাদির জাগো নিউজকে বলেন, আটক জামায়াত নেতাকর্মীরা আশুলিয়ার  বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক। যেখানে গোপন বৈঠক হচ্ছিল সেই স্কুলেরও একজন শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন। তারা আশুলিয়া ও সাভার এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।

আল-মামুন/একে/এমএস