ময়মনসিংহ বিভাগে করোনায় আরও ৯ জনের মৃত্যু
ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫০০ জন। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩২ দশমিক ২১ শতাংশ।
সোমবার (১২ জুলাই) সকালে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে জামালপুরে তিনজন, ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় দুইজন করে রয়েছেন।
ওই পরিসংখ্যানে আরও জানানো হয়, বিভাগে মোট এক হাজার ৫৫২ জনের নমুনা পরীক্ষা করে ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে ৮১৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬৩ জন। নেত্রকোনায় ২২০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৯৩ জন। শেরপুরে ২২২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৭১ জন এবং জামালপুরে ২৯৪ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জন শনাক্ত হন।
এ দিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমকে) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা যান।
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস