ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১২ জুলাই ২০২১

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন ২০৮ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৩২ শতাংশ।

সোমবার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান নিশ্চিত করেছেন।

জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ১০ হাজার ৪৩৪ জন। জেলায় মোট সুস্থ ৫ হাজার ৪৬৩ জন। মোট মৃত্যু ১৬৪ জন। বিভিন্ন উপজেলায় হাসপাতালে ভর্তি রয়েছে ৮৩৫ জন। মোট কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৩২৮ জন।

এদিকে জুলাই মাসের ১ থেকে ১২ তারিখ পর্যন্ত ২ হাজার ৭২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এই ১২ দিনে করোনায় আক্রান্ত হয়ে ৪৯ জন ও উপসর্গ নিয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, ‘বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ৩৪ জন আর উপসর্গ নিয়ে ৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। রোববারের চেয়ে আজ রোগীর সংখ্যা কম।’

আরিফ উর রহমান টগর/এসজে/জেআইএম