ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনা বিভাগে একদিনে আরও ৬০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ১২:৪২ পিএম, ১১ জুলাই ২০২১

খুলনা বিভাগে করোনায় মৃত্যুর হার কমার পরদিন আবারও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৫৯১ জনের।

রোববার (১১ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য খুলনার ১৪ জন, বাগেরহাটের দুজন, যশোরের ছয়জন, নড়াইলের সাতজন, মাগুরার চারজন, ঝিনাইদহের তিনজন, কুষ্টিয়ার ১৩ জন, চুয়াডাঙ্গার ছয়জন ও মেহেরপুরের পাঁচজনের মৃত্যু হয়েছে।

এর আগে শনিবার খুলনা বিভাগে করোনায় ৪৬ জনের মৃত্যু হয়েছিল এবং ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আলমগীর হান্নান/এসজে/এমএস