ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় করোনায় প্রাণ গেল আরও ৫ জনের

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১০ জুলাই ২০২১

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় তিনজন, সদর দক্ষিণের একজন ও চান্দিনায় একজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন নারী ও তিন জন পুরুষ।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৭১৭ জনের নমুনা পরীক্ষায় ৩৫০ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৮৪ জন, আদর্শ সদরে ৯ জন, সদর দক্ষিণে ১১ জন, বুড়িচংয়ে সাতজন, ব্রাহ্মণপাড়ায় তিন, চান্দিনায় ১৪ জন, চৌদ্দগ্রামে ৩৬ জন, দেবিদ্বারে ১০ জন, লাকসামে ১১ জন, লালমাইয়ে তিনজন, বরুড়ায় সাতজন, মনোহরগঞ্জে ১৩ জন, মুরাদনগরে ২৪ জন ও মেঘনায় আটজন রয়েছেন।

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১০৮ জনে। মারা গেছেন ৫২৫ জন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমকেএইচ/এএসএম