ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পিরোজপুরে করোনায় প্রাণ গেল আরও ৫ জনের

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১০ জুলাই ২০২১

পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে পিরোজপুর সদরের একজন, কাউখালীর দুইজন, ভান্ডারিয়ার একজন ও নেছারাবাদের একজন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। জেলায় এখন পর্যন্ত দুই হাজার ৯৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এদিকে করোনায় কর্মহীন অসহায়দের সরকারিভাবে খাদ্য সহায়তা প্রদান করছে জেলা প্রশাসন। সরকারি বিধিনিষেধ কার্যকর করতে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্টসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

আরএইচ/এমকেএইচ