করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ টাকার বাজার
করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ টাকায় বাজারের আয়োজন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। এ বাজারে প্রতিদিন ১৫০ জনকে দুদিনের খাদ্যসামগ্রী দেয়া হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- পাঁচ কেজি চাল, ডাল, তেল, লবণসহ প্রয়োজনীয় সামগ্রী।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে নগরীর মহারাজা রোড এলাকায় ১৫০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সদর সার্কেল এএসপি আলাউদ্দিন, ফাল্গুনী নন্দী, জেলা গোয়েন্দা ডিবির ওসি শাহ কামাল আকন্দসহ অন্য কর্মকর্তারা।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশের বেতন-ভাতার টাকায় এ আয়োজন করা হয়েছে। তবে বিনামূল্যে খাদ্যপণ্য নিতে অনেকেই সঙ্কচবোধ করতে পারে। তাই প্রতীকী মূল্য হিসাবে ১০ টাকা ধরা হয়েছে।
এর আগে বুধবার (৭ জুলাই) সকালে জেলা পুলিশ ক্লাবে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান এ বাজারের উদ্বোধন করেন।
মঞ্জুরুল ইসলাম/এএইচ/জিকেএস