শেরপুরে একদিনে সর্বোচ্চ ৯৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২
শেরপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৯৬ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরটিপিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট মিলিয়ে মোট ২৩৭ নমুনা পরীক্ষা করা হয়। এতে সদরে ৭০ জন, শ্রীবরদীতে তিনজন, নালিতাবাড়ীতে ১১ জন, নকলায় সাতজন ও ঝিনাইগাতীতে পাঁচজনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪০ দশমিক ৫০ ভাগ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুজন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৮ জনে।
সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, ‘করোনা সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা হিসেবে বিধিনিষেধ চলমান রয়েছে। এ ছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়েছে। একইসঙ্গে যারা কোয়ারেন্টাইনে এবং আইসোলেশনে রয়েছেন তারা যাতে সে বিষয়গুলো যথাযথভাবে পালন করেন, তা মনিটরিং করা হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় শেরপুর স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করছে।’
ইমরান হাসান রাব্বী/এসজে/এমকেএইচ