কিশোরগঞ্জে করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭
কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন।
মারা যাওয়া চার জনের মধ্যে দুইজন করিমগঞ্জ উপজেলার, কিশোরগঞ্জ সদরের একজন এবং হোসেনপুর উপজেলার একজন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭১২ জন। বর্তমানে আক্রান্ত রোগী আছে ১ হাজার ২৮২ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১২৮ জন। জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে আইসিইউতে আছেন ৯ জন।
বুধবার (৭ জুলাই) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে এসব তথ্য তুলে ধরা হয়।
নতুন শনাক্ত হওয়া মোট ১২৭ জনের মধ্যে ৫২ জনই সদর উপজেলার। আর ভৈরব উপজেলার ২৩ জন। এছাড়া করিমগঞ্জ উপজেলায় ছয়জন, তাড়াইল উপজেলায় আটজন, পাকুন্দিয়া উপজেলায় ১১ জন, কটিয়াদী উপজেলায় ১২ জন, বাজিতপুর উপজেলায় পাঁচজন, ইটনা উপজেলায় একজন, নিকলী উপজেলায় দুইজন ও হোসেনপুর উপজেলায় সাতজন রয়েছেন।
কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আশঙ্কাজনকহারে করোনায় শনাক্ত ও মৃত্যু বাড়লেও কিছুতেই সাধারণ মানুষকে বিধিনিষেধ মানানো যাচ্ছে না। এর ফলে জেলায় করোনা পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।
নূর মোহাম্মদ/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা: ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি
- ২ ইসকনদের পেছনে দেশের বাইরের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৩ স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- ৪ চট্টগ্রামে মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার
- ৫ আওয়ামী লীগের ফেরা না ফেরা চূড়ান্ত হয়েছে ৫ আগস্ট: হাসনাত আবদুল্লাহ