ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জীবন বাজি রেখে পুলিশ-গণমাধ্যমকর্মীরা কাজ করছেন : ডিআইজি হারুন

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৯:০৩ পিএম, ০৭ জুলাই ২০২১

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. হারুন অর রশিদ বলেছেন, ‘করোনা মহামারিতে পুলিশ ও গণমাধ্যমকর্মীরা জীবন বাজি রেখে কাজ করছেন। তারা সবাইকে নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে। সুরক্ষিত থাকতে হলে নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে।’

নেত্রকোনা জেলা শহরের মগড়া সেতু এলাকায় করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের স্থায়ী প্রচারণা কেন্দ্রে বুধবার সকালে সচেতনতামূলক প্রচারণায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ সুহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত ডেপুটি কালেক্টর) মো. সাইফুল ইসলাম, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ প্রমুখ।

এইচ এম কামাল/এমএইচআর/এমএস