ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল সিলেট

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০৭ জুলাই ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আগের সব রেকর্ড ভেঙে দিয়ে সিলেট বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫০২ জনে। এর আগে সোমবার (৫ জুলাই) একদিনে সর্বোচ্চ আটজন করোনা সংক্রমিত হয়ে মারা যান।

বুধবার (৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো করোনা বিষয়ক এক প্রতিবেদনে এতথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা এটি। এর আগের দিন মঙ্গলবার (৬ জুলাই) সর্বোচ্চ ৩৮৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

নতুন শনাক্ত ৩৬২ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৬৫ জনের পজিটিভ ধরা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৌলভীবাজারে, ৯৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ৩১ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

jagonews24

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। এরমধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯ জন, মৌলভীবাজারে ১০ জন ও সুনামগঞ্জে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৯২ জন। এরমধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৪৪ জন, সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে সাতজন ও মৌলভীবাজারে ১৮ জন ভর্তি রয়েছেন।

এ বিভাগে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১৬ জন। এরমধ্যে সিলেটে ১৮ হাজার ২৭৬ জন, সুনামগঞ্জে তিন হাজার ১৫৭ জন, হবিগঞ্জে দুই হাজার ৯৫১ জন ও মৌলভীবাজারে তিন হাজার ৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১২৫ জন। তারমধ্যে সিলেট জেলার ১১৪, সুনামগঞ্জের ১০ ও হবিগঞ্জে একজন। আর এ পর্যন্ত সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৪ হাজার ৩৪২ জন।

সিলেট বিভাগে সবমিলিয়ে করোনায় ৫০২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ৪০৭ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারে ৩৮ জন রয়েছেন।

ছামির মাহমুদ/এসআর/এমএস