গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে গোলাম রসুল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সড়াবাড়িয়া গ্রামের মৃত বরকত আলীর ছেলে।
মঙ্গলবার (৬ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, গোলাম রসুল ১৫-১৬টি গরু নিয়ে গ্রামের মাঠে গিয়েছিলেন। গরু চরানোর একপর্যায়ে ভারি বর্ষণ শুরু হয়। এসময় তিনি গরু নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন। সেসময় বজ্রঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাতে আহত হন তার সঙ্গে থাকা আরেক কৃষক আজিজুল ইসলামও (৫০)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আসিফ ইকবাল/এএএইচ/এমকেএইচ