ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৯৭

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৬ জুলাই ২০২১

নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯৭ জন। মৃতদের মধ্যে নাটোরে দুজন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপর ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী।

নাটোরের সিভিল সার্জন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩১৪টি নমুনা পরীক্ষায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩০ দশমিক ৮৯ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৮২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৬৪ জনের।

রেজাউল করি রেজা/এসজে/জিকেএস