ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা রোগীর মরদেহ দাফনে ফের এগিয়ে এল ‘টিম খোরশেদ’

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৫ জুলাই ২০২১

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পড়েছিল পথেঘাটে ও বাড়ির আঙিনায়। সংক্রমণের ভয়ে স্বজন ও প্রতিবেশীরা কেউ দাফনে এগিয়ে আসেনি। সঙ্কটাপন্ন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে মরদেহ দাফন ও সৎকারে এগিয়ে আসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে সস্ত্রীক করোনায় আক্রান্তও হয়েছেন তিনি। সুস্থ হয়ে আবারো কোভিড-১৯ রোগীদের মরদেহ দাফনের কাজ করেছেন করোনায় ‘বীর’ উপাধি পাওয়া খোরশেদ। সোমবার (৫ জুলাই) সালমা বেগম (৬৫) নামের এক নারীর মরদেহ দাফন করেছে তার টিম।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সৈয়দপাড়া এলাকার সালমা বেগম সোমবার সকালে করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংক্রমণের ঝুঁকি থাকায় তার পরিবার ‘টিম খোরশেদকে’ মরদেহ দাফনের আহ্বান জানায়। খবর পেয়ে খোরশেদ ও তার টিম বিকেলে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি কবরস্থানে তার মরদেহ দাফন করেন।

এসময় কাউন্সিলর খোরশেদের টিমে আরও উপস্থিত ছিলেন হাফেজ শিব্বির, রানা মুজিব, রোজিনা আক্তার, আনোয়ার হোসেন, সুমন দেওয়ান, নাঈম মোল্লা, শফিউল্লাহ রনি ও মো. শহীদ।

সোমবার বাদ আসর দাফন করা মরদেহ নিয়ে এ পর্যন্ত খোরশেদ ও তার দল ২০৯টি মরদেহ দাফন করলেন।

এস কে শাওন/এসআর/এমএস