কুমিল্লায় দুই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
কুমিল্লায় প্রায় দুই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর পুলিশ লাইনে জেলার বিভিন্ন থানার আলামত হিসেবে জব্দকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এসময় কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত উদ্দিন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ ভূঁইয়া, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, মো. সাইফুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহাদ বিন আমিন চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মনজুর আলমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ ভূঁইয়া জানান, জেলার বিভিন্ন থানায় জব্দকৃত চার হাজার ৪৫১ বোতল ফেনসিডিল, ৫২৮ কেজি গাঁজা, ১৫ হাজার ৭৩৭ পিস ইয়াবাসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য ধ্বংস করা হয়েছে। এসব মাদকদ্রব্যের মূল্য এক কোটি ৯৮ লাখ ৮৩ হাজার ৯ টাকা।
মো. কামাল উদ্দিন/বিএ