টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু
টাঙ্গাইলে করোনা ও উপসর্গে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন।
সোমবার (৫ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৮১ টি নমুনা পরীক্ষায় ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৯ দশমিক ৭ ভাগ। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৮৫ জন, গোপালপুরে ২৬ জন, সখীপুরে ২৪ জন, ঘাটাইলে ১৭ জন, ধনবাড়িতে ১৬ জন, কালিহাতীতে ১৫ জন, বাসাইলে ১৩ জন, দেলদুয়ারে ১২ জন, মধুপুরে ৯ জন, মির্জাপুরে চারজন, নাগরপুর ও ভুঞাপুরে তিনজন করে রয়েছেন।
এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা আট হাজার ৬৩১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৮৪১ জন। মৃত্যুবরণ করেছেন ১৩০ জন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.সাজেদুর রহমান বলেন, করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ১২৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী ৫০ জন ও উপসর্গ রয়েছে ৭৮ জনের।
আরিফ উর রহমান টগর/আরএইচ/এমকেএইচ