ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল তেল জব্দ, মালিকের কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫

কিশোরগঞ্জ শহরের বড় বাজার এলাকায় একটি ভেজাল নারিকেল তেল তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল ও সরঞ্জাম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক তপন সরকারকে গ্রেফতার করা হয়।

পরে তাকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ জাগো নিউজকে জানান, অনেক দিন ধরে গোপনে ওই কারখানায় বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়কে ভেজাল তেল তৈরি করে বাজারজাত করা হচ্ছিল।

গোপনে খবর পেয়ে র‌্যাব ও পুলিশ সেখানে অভিযান চালায়। দণ্ডপ্রাপ্ত তপন সরকারকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

নূর মোহাম্মদ/বিএ