ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে বেড বাড়ালেও কমছে না রোগীর চাপ

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০৪ জুলাই ২০২১

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে দিনদিন বাড়ছে করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের চাপ। হাসপাতালে করোনা রোগীদের জন্য জেনারেল গাইনি ও মহিলা মেডিসিন ওয়ার্ডে অতিরিক্ত ৫৬টি বেড স্থাপন করা হলেও চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ।

jagonews24

হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাদিকুর রহমান বলেন, করোনা রোগী ও সন্দেহভাজন করোনা রোগীদের চাপ বেড়ে যাওয়ায় ইতোমধ্যে হাসপাতালের দুটি জেনারেল (গাইনি ও মেডিসিন) ওয়ার্ড করোনা রোগীদের জন্য ছেড়ে দেয়া হয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও অন্যান্য জনবল সঙ্কটের কারণে চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতেও হাসপাতালের চিকিৎসক ও সেবাকর্মীরা সাধ্যমতো চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন।

jagonews24

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাজেদুর রহমান বলেন, করোনা ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ৫০ শয্যার করোনা ডেডিকেটেড ইউনিটে বেড সংকুলান না হওয়ায় হাসপাতালের গাইনি ওয়ার্ডে ২৪টি ও মহিলা মেডিসিন ওয়ার্ডে ৩২টি বেড করোনা রোগীদের জন্য বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, এ নিয়ে বর্তমানে করোনা রোগীর চিকিৎসার জন্য এ হাসপাতালে ১০৬টি বেড স্থাপন করা হয়েছে। এতেও হচ্ছেনা করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের বেড সংকুলান।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস