ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ত্রাণ পেল লকডাউনে কর্মহীন বান্দরবানের ৪শ পরিবার

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৪ জুলাই ২০২১

দেশে চলমান লকডাউনে বান্দরবানে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

রোববার (৪ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

jagonews24

উদ্বোধনের দিন কর্মহীন হয়ে পড়া প্রায় ৪শ পবিরারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ কেজি পেঁয়াজ হাতে তুলে দেন মন্ত্রী।

ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এসআর/জিকেএস