ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার কার্ড না পেয়ে দুশ্চিন্তায় প্রার্থীরা

প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫

যশোরে প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। এ জেলায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৩১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এ পরীক্ষা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন ১৫০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেয়া হচ্ছে। তবে মঙ্গলবার মৌখিক পরীক্ষা শুরু হলেও অনেকে কার্ড পাননি বলে অভিযোগ পাওয়া গেছে। কার্ড না পাওয়ায় দুশ্চিন্তায় আছেন অনেক প্রার্থী। তবে তাদেরকে আশ্বস্ত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সবার নামে কার্ড পাঠানো হয়েছে। যদি কেউ যথাসময়ে কার্ড না পান তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যাদের নাম উত্তীর্ণের তালিকায় আছে তারা ভাইভা বোর্ডে হাজির হলেই পরীক্ষা নেয়া হবে। এছাড়াও শিক্ষা অফিসে কাগজপত্র জমা দেয়ার সময় প্রার্থীদের একটি রিসিভ কপি দেয়া হয়েছিল। সেটি নিয়েও ভাইভা বোর্ডে আসলে আমরা প্রার্থীর পরীক্ষা নেব।

একাধিক প্রার্থী জানান, তারা যথাসময়ে ভাইভা কার্ড পাননি। পরে তারা পোস্ট অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করেও কার্ডের সন্ধান পাননি। এতে তারা দুর্ভোগের মুখে পড়েছেন এবং দুশ্চিন্তায় রয়েছেন। কী কারণে এমন হয়েছে সেটিও কেউ বলতে পারছেন না।

যশোর প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার আবদুল হামিদ জানান, অনেকে এসে কার্ড না পাওয়ার বিষয়ে অভিযোগ করছেন। অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, অনেকের স্থায়ী ঠিকানায় কার্ড পাঠানো হলেও তারা বর্তমান ঠিকানায় খুঁজছেন। আবার কারো কারো বর্তমান ঠিকানায় পাঠানো হলেও তারা স্থায়ী ঠিকানায় এসে খোঁজ করছেন।

মিলন রহমান/এমএএস/আরআইপি