চুয়াডাঙ্গায় করোনা-উপসর্গে আরও ৬ মৃত্যু, শনাক্ত ১৪০
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪১৫টি নমুনা পরীক্ষায় ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় একদিনের করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড এটি।
রোববার (৪ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন- চুয়াডাঙ্গা শহরের কলেজ পাড়ার কাজী আশফাকের স্ত্রী রোকেয়া পারভিন (৬৪) এবং দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত মোহাম্মদ মোল্লার ছেলে রমজান আলী (৭৫)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমিরদিয়া গ্রামের বাবুল আলীর স্ত্রী বলেহার (৫৫), জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মীর জবেদ আলীর ছেলে মীর আব্দুল জলিল (৫৫), চুয়াডাঙ্গা পৌর শহরের দৌলতদিয়াড় পাড়ার নাসির উদ্দীনের স্ত্রী মনোয়ারা খাতুন (৫৪), একই এলাকার রবিউল ইসলামের স্ত্রী মনিরা বেগম (৪৯)।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় নতুন শনাক্ত ১৪০ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩০ জন, আলমডাঙ্গার ২৮ জন, দামুড়হুদার ৩৬ জন এবং জীবননগরের ৪৬ জন রয়েছেন।
সালাউদ্দীন কাজল/এসজে/এমকেএইচ