ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনে ২০ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০১:২১ পিএম, ০৩ জুলাই ২০২১

গহীন সুন্দরবনে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ জব্বার গাজী নামে এক হরিণ শিকারীকে আটক করেছে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বনস্টেশন অফিসের সদস্যরা।

শনিবার (৩ জুন) ভোররাত ১টার দিকে সুন্দরবনে ধলের খাল এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ কেজি হরিণের মাংস, দা ও টর্চ লাইট জব্দ করে বন বিভাগের সদস্যরা।

আটক জব্বার গাজী শ্যামনগর উপজেলার মরাগাং গ্রামের সুজাউদ্দীন গাজীর ছেলে ।

সাতক্ষীরা রেঞ্জর সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, সুন্দরবনে হরিণ শিকারের খবরে ঘটনাস্থলে কৈখালী বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় হরিণের মাংসসহ ওই শিকারীকে হাতে নাতে আটক করা হয়। বন আইনে মামলার করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এএইচ/এমএস