খুলনায় বেড়েছে সবজির দাম, মাছ-মাংস স্থিতিশীল
লকডাউনের অজুহাতে খুলনায় দাম বেড়েছে সবজিসহ নিত্যপণ্যের। কোনো ধরনের ঘাটতি না থাকলেও দুই একদিনের ব্যবধানে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত বেড়েছে কোনো কোনো সবজির দাম। এ নিয়ে ক্রেতাদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
খুলনার কয়েকটি বাজারে সরেজমিন গিয়ে দেখা যায়, বাজারে সবচেয়ে দাম বেড়েছে বেগুনের। ২০ টাকার বেগুন এখন ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, উচ্ছে ৬০ টাকা, পটল ৪০ টাকা, কুশি ৪০ টাকা, ঝিঙে ৪০ টাকা, কুমড়া ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা ও কাঁচা কলা ২৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
নগরীর জোড়াকল বাজারে বাজারে আসা আসাদুজ্জামান, ইলিয়াস, জাহানারা বলেন, কোনো অজুহাত পেলেই বিক্রেতারা দাম বাড়ানোর পায়তারা করেন। এভাবে দাম বাড়তে থাকলে মানুষকে না খেয়ে থাকতে হবে।
এই বাজারের বিক্রেতা আইউব আলী, রাসেল, রানা, মুজাম হাওলাদার বলেন, দাম না বাড়িয়ে কোনো উপায় নেই। বাজারে নিত্যপণ্যের সরবরাহ খুব কম। পাইকারি বাজারে গিয়ে মালামাল পাওয়া যাচ্ছে না। তার ওপর যানবাহনের ভাড়া অনেক বেড়েছে। তাই কাঁচামালের দামও সামান্য বেড়েছে।
এদিকে সরবরাহ কম থাকলেও স্বাভাবিক রয়েছে মাছ ও মাংসের দাম। চিংড়ি মাছ কেজি প্রতি ৪০০-৫০০ টাকা, রুই মাছ ৩০০ টাকা, কাতলা মাছ ২৫০ টাকা, টেংরা মাছ ৩৫০-৪০০ টাকা, পারশে মাছ ৪০০ টাকা, পাঙ্গাশ মাছ ১৫০ টাকা ও তেলাপিয়া ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ডিমের দাম হালি প্রতি ৩০-৩৬ টাকায় বিক্রি হচ্ছে।
জেড়াকল বাজারের চাল বিক্রেতা শাহিন, আবু বক্কর, সেলিম মোল্লা বলেন, বাজারে চালের কোনো ঘাটতি নেই, ৪৫ থেকে শুরু করে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের চাল।
আলমগীর হান্নান/আরএইচ/জিকেএস