করোনায় স্ত্রীর মৃত্যুর পাঁচদিন পর মারা গেলেন স্বামীও
ফরিদপুরের বোয়ালমারীতে করোনায় স্ত্রীর মৃত্যুর পাঁচদিন পর মারা গেলেন অতুল চন্দ্র মণ্ডল নামে সাবেক এক প্রধান শিক্ষক। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (২ জুলাই) দুপুরে তার মৃত্যু হয়। তিনি উপজেলার হাসামদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
এর আগে গত ২৬ জুন তার স্ত্রী ঝর্ণা রানী মণ্ডল করোনায় আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. খালেদুর রহমান মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, উপজেলায় করোনা শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা কোনোটিই থামছে না। বর্তমানে বোয়ালমারীতে প্রায় ২০০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক রোগীও রয়েছে।
এন কে বি নয়ন/এমআরআর/এএসএম