ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অক্সিজেন সঙ্কটে রোগীর মৃত্যুর ঘটনায় এবার বিভাগীয় তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৭:০৯ পিএম, ০২ জুলাই ২০২১

সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে সেন্ট্রাল অক্সিজেন সঙ্কটে সাতজন রোগীর মৃত্যুর অভিযোগ উঠে বুধবার (৩০ জুন)। এ ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা দুই সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করেন। কমিটিতে রয়েছেন, খুলনার মেডিকেল সাব ডিপোর সহকারী পরিচালক ডা. রফিকুল ইসলাম গাজী ও মোংলার পোর্ট হেলথ অফিসার ডা. মোশারফ হোসেন।

এর আগে ঘটনা তদন্তে সাতক্ষীরায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 

সামেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা বলেন, ‘খুলনা থেকে ফোনে আমাকে এ তদন্ত কমিটির কথা জানানো হয়েছে। বিভাগীয় তদন্ত কমিটির সদস্যরা সরেজমিনে সামেক হাসপাতালে আসবেন ও তদন্ত করবেন। তাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমাকে বলা হয়েছে। তবে এখনো আমি চিঠি হাতে পাইনি।’

এদিকে অক্সিজেন সঙ্কটের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন মৃতদের স্বজনরা। এছাড়া দোষীদের শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠন।

আহসানুর রহমান রাজীব/এসএমএম/জেআইএম