টেকনেশিয়ানের অভাবে পড়ে রয়েছে করোনা ইউনিটের ৩ আইসিইউ বেড
বাগেরহাটের করোনা হাসপাতালের রোগীদের জন্য বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দেয়া আইসিইউ বেড লোকবলের অভাবে চালু করা যাচ্ছে না।
জানা যায়, করোনা হাসপাতালে রোগীদের জন্য গত ২৩ এপ্রিল তিনি তিনটি আইসিইউ বেডদান করেন। তবে এগুলো পরিচালনার জন্য অ্যানেসথেশিয়া চিকিৎসক, ভেন্টিলেটর ও এবিজি মেশিন পরিচালনা করতে পারে এমন লোকবলের অভাবে রয়েছে হাসপাতালে। তাই চালু করা যাচ্ছে এ বেডগুলো। ফলে কোনো কাজ ছাড়াই পড়ে রয়েছে এ তিনটি বেড।
এদিকে বাগেরহাটের ৫০ শয্যার এ করোনা হাসপাতালে বর্তমানে ৩৪ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের বিপরীতে সেবার জন্য রয়েছেন আট চিকিৎসক ও ১২ জন নার্স।
অপরদিকে বাগেরহাট ২৫০ শয্যার হাসপাতালে নিয়ম অনুযায়ী, ৫৭ জন চিকিৎসক থাকার কথা থাকলেও এখানে মাত্র আট বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে।
এ ব্যাপারে বাগেরহাট সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, ‘গত দুবছরে বাগেরহাট হাসপাতালের জন্য নতুন কোনো যন্ত্রপাতি আনা হয়নি। এক্স-রেসহ আগে থেকে যেসব সরঞ্জাম ছিল, এগুলোর জন্য লোকজনও রয়েছে। বর্তমান নীতিমালা অনুসারে, হাসপাতালগুলোতে সরঞ্জাম চালানোর লোকবল না থাকলে, সেখানে কোনো যন্ত্রও সরবরাহ করা হয় না। এজন্য গত দুবছর ধরে হাসপাতালে চিকিৎসার জন্য কোনো যন্ত্রপাতি নতুন করে সরকারিভাবে আসেনি।’
তিনি আরও বলেন, ‘ল্যাবের টেকনিশিয়ানসহ এক্স-রে মেশিন চালু রয়েছে, সেখান থেকে মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন। তবে করোনা ইউনিটের জন্য বেসরকারিভাবে এক ব্যক্তি তিনটি আইসিইউ বেড দিয়েছেন কিছুদিন আগে। সেটির জন্য আনুষঙ্গিক উপকরণসহ টেকনিশিয়ান না থাকায় এটি চালু করা যাচ্ছে না।’
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল বাগেরহাট করোনা ডেডিকেটেড হাসপাতালে তিনটি আইসিইউ বেড সংযুক্ত করা হয়। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় নিজস্ব তহবিল থেকে এ আইসিইউ বেড দেন।
শওকত আলী বাবু/এসএমএম/জিকেএস