ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কঠোর বিধিনিষেধ : সাভারে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সাভার (ঢাকা) | প্রকাশিত: ১২:২৫ পিএম, ০১ জুলাই ২০২১

করোনা সংক্রমণের বিস্তাররোধে ২১ দফা কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সাভারে কড়া অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে সাভারের বিভিন্ন সংযোগ সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতিতে দেখা গেছে। পাশাপাশি আনসার ও বিজিবির সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্থান পরিদর্শন করছেন।

এছাড়া সকাল থেকেই মহাসড়ক ও শাখা সড়কগুলোতে যান চলাচল ছিল কম। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট।

jagonews24

সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক ঘুরে দেখা যায়, আগের তুলনায় অনেকটাই ফাঁকা। মাঝেমধ্যে দু’চারটে পণ্যবাহী পিকআপ ভ্যান ও ব্যক্তিগত প্রাইভেটকার দেখা গেলেও অন্য কোনো পরিবহন চোখে পড়েনি।

এর আগে বুধবার জারি করা ২১ দফা নির্দেশনার আদেশে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে। এসব বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও মাঠে থাকবে।

জেলা ম্যাজিস্ট্রেটরা স্থানীয়ভাবে সেনা মোতায়েনের বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবেন।

jagonews24

অন্যদিকে, কঠোর লকডাউন পালনের লক্ষ্যে প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগে বিভিন্ন এলাকায় মাইকিং করতে দেখা গেছে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘কঠোর বিধিনিষেধ মানাতে সাভারে এক প্লাটুন বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।’

আল-মামুন/এসজে/এমকেএইচ