রাজশাহীতে ২৪ ঘণ্টায় ২৫০ জনের করোনা শনাক্ত
রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ২৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (৩০ জুন) রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয়ের বুধবার সকালের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৯ জুন) সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত রাজশাহীতে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১৭৯ জনের। এতে শনাক্ত হয়েছেন ২৫০ জন। এদিন শনাক্তের হার ২১ দশমিক ২০ শতাংশ, যা আগের চেয়ে শূন্য দশমিক ৩ শতাংশ বেশি।
এছাড়া জেলায় আরটিপিসিআর মেশিনে ৩৯৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১২৬ জনের। রাজশাহীর ৯ উপজেলায় মোট ১৫৩ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করা হয়। এতে শনাক্ত হন ৪২ জন। আর রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) থেকে ৬৩৩ জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে ৮২ জনের করোনা শনাক্ত হয়। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় কোনো জিন এক্সপার্ট টেস্ট করা হয়নি।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা পরীক্ষা ও সংক্রমণের হার দুটোই বেশি রয়েছে।
রামেক সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৫৫টি নমুনা পরীক্ষায় ২০১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৪৩ জনের। এদের মধ্যে ২৪৮ জনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৬ শতাংশ।
অপরদিকে আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সারাদেশে সাতদিনের লকডাউন ঘোষণা করেছেন সরকার।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, ‘মূলত করোনা সামাজিকভাবে সংক্রমণের মাধ্যমেই বেশি ছড়িয়ে পড়ছে। আর এমতাবস্থায় সেল্ফ-আইসোলেশন বা লকডাউন একটি কার্যকর ব্যবস্থা।’
তিনি আরও বলেন, ‘যেহেতু লকডাউনে মানুষ বাধ্য হয়ে ঘরের মধ্যেই থাকবে। বাইরে গণসমাগম কম হবে। সেহেতু সংক্রমণও কমবে।’
এদিকে জেলায় এর আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ৩৬৩ জনের।
ফয়সাল আহমেদ/এসএমএম/এমকেএইচ