ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুমেক ল্যাবে ২৬৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ১০:০১ পিএম, ২৯ জুন ২০২১

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ৫৬৭টি নমুনা পরীক্ষায় মঙ্গলবার (২৯ জুন) ২৬৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে শুধু খুলনা মহানগর ও জেলার ২৩৯ জন রয়েছেন।

খুমেক উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, খুলনা মহানগরী ও জেলার ১৩৯ জন, বাগেরহাটের ১৩ জন, সাতক্ষীরার তিনজন, যশোরের ছয়জন, গোপালগঞ্জের দুজন, নড়াইল ও পিরোজপুরের একজন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা হার ৪৬ দশমিক ৭৪ শতাংশ।

এর আগে সোমবার (২৮ জুন) খুমেক ল্যাবে শনাক্তের হার ছিল ৩৮.৯৩ শতাংশ। এছাড়া রোববার ৩৯.৬৫ শতাংশ, শনিবার ৫০ শতাংশ,, শুক্রবার ৩৭.৯০ শতাংশ, বৃহস্পতিবার ৫১.৫৫ শতাংশ, বুধবার ৩৪ শতাংশ এবং মঙ্গলবার ৪০ শতাংশ ছিল।

আলমগীর হান্নান/এসআর/এমএস