ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৭

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৮ জুন ২০২১

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা সবাই বগুড়া জেলার বাসিন্দা। এ নিয়ে গত বছরের ২২ মে থেকে এ পর্যন্ত জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৭৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৫৬০ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৯২ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৬৮৯ জন।

সোমবার (২৮ জুন) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে এতথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও টিএমএসএস মেডিকেল কলেজে ৫০৪টি নমুনা পরীক্ষায় ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার শতকরা ২৫ দশমিক ১৯ ভাগ।

এসআর/এএসএম