ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পশুরহাট ‘সাতমাইল’ বন্ধ ঘোষণা

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৭ জুন ২০২১

করোনা সংক্রমণ এড়াতে বন্ধ ঘোষণা করা হয়েছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট যশোরের শার্শার সাতমাইল।

রোববার (২৭ জুন) সকালে হাট বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা।

এর আগে দেশে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা, কুষ্টিয়াসহ কয়েকটি জেলার গবাদি পশুরহাট বন্ধ করা হলেও দেশের দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় সাতমাইল পশুরহাটে বেচাকেনা চলছিল। এতে করোনা সংক্রমণ বাড়ায় নানা মহলে ক্ষোভের সৃষ্টি হয়। সর্বশেষ গত মঙ্গলবারও এ হাটে গবাদিপশু বেচাকেনা করা হয়।

Benapole-7-mail-Cow-Hat-2

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাতমাইল পশুরহাট থেকে সরকার প্রতি বছর প্রায় ছয় কোটি টাকা রাজস্ব পেত। রাস্তায় মহাসড়কের ওপর হাট বসিয়ে মানুষের চলাচলে বিঘ্ন ও স্বাস্থ্যবিধি মানা না হলেও প্রশাসনের নজরদারি ছিল কম।

এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হলে অবশেষে স্বাস্থ্যবিধি রক্ষা করতে জেলা প্রশাসনের নির্দেশে এ পশুরহাটটি আপাতত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা বলেন, সীমান্তে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় আপাতত এক সপ্তাহের জন্য সাতমাইল পশুর হাট বন্ধ থাকবে। তবে কবে নাগাদ হাটটি খোলা হতে পারে এ বিষয়ে পরে জানানো হবে।

মো. জামাল হোসেন/আরএইচ/এমএস