নন্দীগ্রামে করোনায় আক্রান্ত এসিল্যান্ড
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলামের করোনা শনাক্ত হয়েছে। রোববার দুপুরে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
নুরুল ইসলাম জানান, আমার পরিবারের সবার জ্বর, সর্দি থাকায় গত ২৬ জুন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়েছিল। তবে শারীরিক কোনো সমস্যা ছিল না। তারপরেও আমার করোনা পজিটিভ এসেছে। তবে পরিবারের সবার নেগেটিভ এসেছে।
তিনি করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। এরপরও আক্রান্ত হলেন। নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, উপজেলা সহকারী কমিশনার নুরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
এছাড়া করোনার শুরু থেকে এ পর্যন্ত উপজেলায় ৭০০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে রোগী শনাক্ত হয়েছেন ৯৯ জন। এর মধ্যে আইসোলেশনে ১৭ জন, হাসপাতালে ২ জন রয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন। আর এ পর্যন্ত মোট ৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বগুড়া/এমআরএম/এমকেএইচ