রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় একজন ও উপসর্গে ৯ জন মারা গেছেন।
এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৮ শতাংশ।
রোববার (২৭ জুন) সকালে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শনিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১০ জন মারা গেছেন। এদেরমধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তাদের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।’
তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন ও নওগাঁর চারজন ছিলেন। এদেরমধ্যে করোনায় নাটোরের একজন মারা গেছেন।’
‘অন্যদিকে, রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন ও নাটোরের তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আর রাজশাহী জেলায় একজন মারা গেছেন করোনায় সন্দেহভাজন হিসেবে। তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।’
রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। বর্তমানে এ ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ২০৬ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২২৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৩৫৭টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ৪৩৪ জন।
করোনা পরীক্ষার বিষয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দুই ল্যাবের টেস্টে মোট ৫৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৮ শতাংশ।
ফয়সাল আহমেদ/এসএমএম/এমকেএইচ