বঙ্গবন্ধু সেতুর ১৬ কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত
বঙ্গবন্ধু সেতুর ১৬ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান এমসিসিসি-এসইএল-ইউডিসি`র মেয়াদ শেষ হওয়ায় এসব কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত অধিকাংশ ব্যক্তিরাই সেতুর ব্যবস্থাপনা বিভাগে কর্মরত ছিলেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিস চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করেছে।
সাইট অফিস সূত্রে জানা যায়, ২০১০ সালের ১ নভেম্বর বঙ্গবন্ধু সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় এমসিসিসি-এসইএল-ইউডিসি (জেভি) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী গত ৩১ শে অক্টোবর পর্যন্ত পাঁচ বছরের মেয়াদ শেষ হয় প্রতিষ্ঠানটির। এরপর ৩০ নভেম্বর পর্যন্ত অতিরিক্ত আরো একমাসের দায়িত্ব পালন করে তারা। ১ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু সেতুর দায়িত্ব নেয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আর এ কারণে সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিভাগে কর্মরত প্রধান প্রকৌশলী মো. মেজাম্মেল হক, সিকিউরিটি ও পেট্রোল ইনচার্জ মুজাহিদুল ইসলাম, পেট্রোল সুপারভাইজার ফরহাদ হোসেন, সেতুর স্টক ইয়ার্ডের মনির হোসেন, তৌহিদুর রহমান, ইমরান হোসেন, ড্রাইভার কায়ছার হোসেন, জাহিদ হোসেন, শাহাদত হোসেনসহ ১৫ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়।
চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ ওয়াসীম বলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণেই ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়েছে। তাদের স্থলে নতুন লোক নিয়োগ দেয়া হয়েছে।
এআরএ/আরআইপি