ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে জনবল সঙ্কট, খালি নেই আইসিইউ বেড

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০১:৪১ পিএম, ২৬ জুন ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে বেড়েছে রোগীর চাপ। এদিকে, এত পরিমাণ রোগী সামলানোর মতো পর্যাপ্ত জনবল নেই ওই ইউনিটে। ফলে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

হাসপাতালটির করোনা ইউনিটে আইসিইউ বেডের সংখ্যা ১৩টি। বর্তমানে সেগুলোর একটিও খালি নেই। আর ১৯৭টি সাধারণ বেডের মধ্যে খালি আছে মাত্র ১৫টি।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে এখন অক্সিজেন সঙ্কট না থাকলেও যেকোনো মুহূর্তে সঙ্কট দেখা দিতে পারে। এছাড়া, রোগীর চাপ বেশি হওয়ায় জনবল সঙ্কটে পড়েছে করোনা ইউনিট।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জাগো নিউজকে বলেন, দুই জন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ও একজর সাধারণ বেডে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

jagonews24

তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৯৫ জন। ১৩টি আইসিইউতে ভর্তি রয়েছেন ১৩ জন।

হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন জাকিউল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘বর্তমানে অক্সিজেন সঙ্কট নেই। তবে দিন দিন রোগীর চাপ বেড়ে যাওয়ায় করোনা ইউনিটে জনবল সঙ্কট দেখা দিয়েছে। ফলে চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তবে, আমরা সাধ্য অনুযায়ী চিকিৎসা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘জেলা ও উপজেলায় আমাদের আপাতত অক্সিজেন সঙ্কট নেই। তবে, রোগীর চাপ যে হারে বাড়ছে তাতে যেকোনো সময় অক্সিজেন সঙ্কট দেখা দিতে পারে। আপাতত উপজেলা পর্যায়ে এখনো পর্যাপ্ত পরিমাণ সাধারণ বেড আছে।’

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৪৯টি নমুনা পরীক্ষা করে ৪২ জন করোনা শনাক্ত হয়েছেন। জেলায় শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৩ শতাংশ।

মঞ্জুরুল ইসলাম/এসএস/এএসএম