খুলনার দুই হাসপাতালে করোনায় আরও ৯ জনের মৃত্যু
খুলনা করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সাতজন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ জুন) সকালে হাসপাতাল দুটির মুখপাত্ররা এসব তথ্য জানিয়েছেন।
মৃত ব্যক্তিরা হলেন, খুলনা সদরের আনিসুর (৬০), পিরোজপুর সদরের লতিফ শেখ (৭৫), নড়াইলের কালিয়ার তাহিরুল (৭০), খুলনা সদরের ইমরান (৪৮), বাগেরহাটের সদরের শহিদুল্লাহ (৭৪), মিঠুন (২৮) ও একই এলাকার কুলসুম (৯০)।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেডজোনে সাতজনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। এছাড়া হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ১৯ জন। শনিবার সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, যশোরের কেশবপুরের ভরতবায়না এলাকার জিয়াউর রহমান (৪২) ও মনিরামপুরের রামপুর এলাকার মো. ইহসাক সানা (৮০)। শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত হাসপাতালে ৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে আইসিইউতে সাতজন ও এইচডিইউতে সাতজন রয়েছেন।
অন্যদিকে, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর ঘটনা ঘটেনি। এসময় হাসপাতালে আরও পাঁচজন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন।
আলমগীর হান্নান/এসএমএম/এএসএম