ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে করোনায় প্রসূতির মৃত্যু

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৫ জুন ২০২১

জয়পুরহাটের আক্কেলপুরে করোনা আক্রান্ত হয়ে প্রিয়াংকা পাল (৩২) নামের এক প্রসূতি মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ জুন) রাতে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শুক্রবার (২৫ জুন) দুপুরে তার মরদেহ নিজ গ্রামে পৌঁছালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তার সৎকার করা হয়।

তিনি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া পালপাড়া গ্রামের সুমন চন্দ্র পালের স্ত্রী।

সুমন চন্দ্র জানান, প্রিয়াংকা অন্তঃসত্ত্বা ছিলেন। গত ১ জুন তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর সিজারের মাধ্যমে তার সন্তান প্রসব হয়। তবে উচ্চ রক্তচাপ থাকায় নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি।

পরে প্রিয়াংকার শরীরে করোনার লক্ষণ দেখা দিলে ১১ জুন র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর ১৩ জুন অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

এদিকে এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

তারা হলেন, উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের মাতাপুর গ্রামের আবুল কালাম আজাদ (৭২), তার স্ত্রী কানিজ ফাতেমা (৫৮), সোনামূখী ইউনিয়নের ভদ্রকালী গ্রামের আবুল হোসেন (৬৮), কাশিড়া প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোপীনাথপুর ইউনিয়নের লক্ষীভিটা গ্রামের আব্দুল ওয়াদুদ (৬৫) ও পৌর সদরের হাজিপাড়া এলাকার জয়পুরহাট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ফারুক আহম্মেদ (৬৫)।

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে সৎকার করানো হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। তা নাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করবে।’

রাশেদুজ্জামান/এসএমএম/এএসএম